সকল মেনু

পূর্বঘোষণা দিয়ে সুনামগঞ্জে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে দু’পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে দু’পক্ষের কথাকাটাকাটি হয়।

এরই জের ধরে পূর্বঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top