সকল মেনু

চ্যাম্পিয়নস লিগ: কেমন হলো নকআউট পর্বের ড্র?

অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনালের ড্র। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে দুর্দান্ত এক ডার্বি, যেখানে রিয়াল মাদ্রিদের মোকাবিলা করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। অপরদিকে শেষ ষোলোতেই দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেনের ম্যাচ দেখতে পারবে ফুটবল ভক্তরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিওন শহরে অনুষ্ঠিত হয় এ ড্র। শেষ ১৬’র লড়াইয়ে অন্য ম্যাচগুলোতে আর্সেনাল-পিএসভি’র, বরুশিয়া ডর্টমুন্ড-লিলে’র, ইন্টার মিলান-ফেইনুর্দের ও অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে ব্রুগের।

রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে দলগুলো পরস্পরের মুখোমুখি হবে ৪ ও ৫ মার্চ। আর ফিরতি লেগের খেলা অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ।

টেবিলের শীর্ষে থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে লিভারপুল ও বার্সেলোনা। যেখানে প্রতিপক্ষ হিসেবে বেনফিকা’কে পেয়েছে বার্সা। আর তুলনামূলক কঠিন পরীক্ষা দিয়ে পিএসজি’র বিপক্ষে লড়বে লিভারপুল।

এদিকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালের সূচি নির্ধারণ করেছে উয়েফা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top