সকল মেনু

জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচন হতে দেবো না-কিশোরগঞ্জের জনসভায় ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেছেন,জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচন হতে দেবো না। স্বাভাবিক ও ফ্যাসিস্ট সরকারের বিচার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের রোড ম্যাপে ফিরে যাওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির জনসভায় এসব কথা বলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা এড ফজলুর রহমান।

জনসভায় জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস লায়লা আক্তার ও শেখ মুজিবুর রহমান ইকবাল।
এতে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হুসাইন, এড. জাহাঙ্গীর আলম মোল্লা, এড. জালাল উদ্দীন, রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, এড. আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:এরশাদ আহসান সোহেল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জান শরীফ, এড শরীফুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহাউদ্দীন ভিপি বাহার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন সহ জেলা ও উপজেলার সহযোগী বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুরের আগে থেকেই একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি পরিধান করে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ স্লোগান ও বাদ্যযন্ত্রে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top