কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কলমাকান্দায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে উপজেলা সহকারী প্রোগামার রাসেল আহমেদ এর সঞ্চালনায়, আজ সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।
বাংলাদেশ প্রিমিয়াম লীগ ( বিপিএল) উপলক্ষ্যে দেশব্যাপী “তারুণ্যের উৎসব ২০২৫” উদ্যাপনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় কর্তৃক একটি কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। নতুন বাংলাদেশের গড়ার লক্ষ্যে এ উৎসব মূলত প্রধান উপদেষ্টা মহোদয় এর ধারণা থেকে উৎসারিত, যার প্রতিপাদ্য হচ্ছে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”। এ উৎসব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কতৃর্ক দেশের উন্নয়ন সংক্রান্ত সৃজনশীল কাজে আইসিটি ব্যবহারে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণাবলি বিকাশ ঘটবে।
এরই ধারাবাহিকতায় কলমাকান্দা উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রতিযোগিতায়, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে কলমাকান্দা উপজেলার এগারোটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
উপস্থাপনা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,ফাইযুল ওয়াসীমা নাহাত।
এতে প্রথম স্থান অধিকার করে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্থান অধিকার করে, রংছাতি উচ্চ বিদ্যালয়,তৃতীয় স্থান অধিকার করে নলচাপ্রা উচ্চ বিদ্যালয়। অংশ গ্রহণকারী সকল দল কে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।