ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে পুলিশের আয়োজনে বিট পুলিশিং ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রেলওয়ে প্লাটফর্মে ভৈরব রেলওয়ে অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, রেলওয়ে স্টেশন মাস্টার মোহাস্মদ ইউসুফ, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (আইওডব্লিউ) মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, গজারিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান নবি হোসেন সেন্টু, প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ট্রেনে চোরাচালান, ইভটিজিং, বিনা টিকেটে রেল ভ্রমণ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে, ঝুঁকিপূর্ণ ভ্রমণ, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধসহ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি হবে। রেলওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করে যাত্রীদের সেবার মান বাড়ানো ও অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধ করা গেলে রেল ভ্রমণে উৎসাহিত হবেন যাত্রীরা। এতে করে রাজস্ব বাড়বে রেলওয়ের। নিরাপদ ভ্রমণ হিসেবে রেল ভ্রমণেও উৎসাহিত হবে দেশের মানুষ। এ ছাড়াও স্টেশনের হকার ফেরিওয়ালাসহ সকল ধরনের ব্যবসায়ী ও যাত্রীদের উদ্দেশ্য করে রেল থানার ওসি বলেন, স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সবাই যেন প্লাট ফরমে রক্ষিত ডাস্টবিন ব্যবহার করতে আহ্ববান জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।