কলমাকান্দা(নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় লেঙ্গুড়া নিরিবিলি সীমান্ত (গার্ডেন রেস্টুরেন্ট) ও লেঙ্গুড়া ট্যুরিজম এর উদ্যোগে উপজেলার আইসিটি শিক্ষকদের নিয়ে, পর্যটন উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।আজ শনিবার লেঙ্গুড়া নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।লেঙ্গুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমানের সভাপতিত্বে, রংছাতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা আল- জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক ও আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি, মুহাম্মদ এনামুল হক তালুকদার।
প্রধান আলোচক ছিলেন লেঙ্গুড়া ট্যুরিজম ও নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো:আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন কুমার সরকার,শিক্ষক আব্দুর রহমান মনির,সেলিম খান,আবুল মনসুর,আব্দুর রব,আইয়ুব আনসারী,সৈকত মিয়া,উজ্জ্বল কুমার সরকার, কামরুল ইসলাম সুমন,তরিকুল ইসলাম,ফয়জুন্নেছা শেফালী, লুৎফর রহমান, আসাদ খান প্রমুখ।
প্রধান অতিথি বলেন,আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি কলমাকান্দার লেঙ্গুড়া এলাকার চিত্র যদি আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করতে পারি তবে এই এলাকাটিতে পর্যটকদের পদচারণা মুখর হবে। তাই আমাদের উচিত প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এর প্রচার ও প্রসার করা।
প্রধান আলোচক বলেন,আমি ৩৪টি দেশ ভ্রমণ করেছি।লেঙ্গুড়া ফুলবাড়ি প্রকৃতির অপারদান,আল্লাহতায়ালার অফুরন্ত নিয়ামত এখানে রয়েছে। যদি আমাদের চোখ থাকে, যদি আমাদের নবীন সমাজের মাঝে তা উপস্থাপন করতে পারি,তবে এই এলাকাটি হবে একটি ভালো মানের পর্যটন এলাকা।
বক্তারা এই এলাকার সৌন্দর্য তাদের বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এমন আয়োজনের জন্য প্রধান আলোচক মোঃ আনোয়ারুল হক কে, আইসিটি টিচার্স অ্যাসোসিয়েশন, কলমাকান্দা -নেত্রকোনার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।