সকল মেনু

ভৈরবে ১০৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

সোহেলুর রহমান, ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি :

কিশোরগঞ্জ ভৈরবে র‍্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্প সদস্যরা এক অভিযান পরিচালনা করে ১০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃতরা হলেন, ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মৃত বাহের আলীর ছেলে মো: আশরাফুল কুদ্দুস (৪৩) এবং মো: মজিবর রহমানের ছেলে মো: মোক্তার হোসেন (৩৯)।

র‍্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম-সেবা) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত গাঁজার বাজার মূল্য ৩২ লাখ ২৫ হাজার টাকা।

এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top