সকল মেনু

৮ মার্চ কলমাকান্দা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়ন লি. এর সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়ন লি. এর সাধারণ নির্বাচন ২০২৫ এর মনোনয়ন পত্র বিতরণ  শেষ হয়েছে । মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা ০৮ মার্চ ২০২৫।

সংগঠনের অফিসে দুই দিনে পাঁচটি পদে সর্বমোট ১২টি মনোনয়ন পত্র বিতরণ করা হয়।চেয়ারম্যান পদে চারটি, ভইস চেয়ারম্যান পদে একটি, ট্রেজারার পদে একটি, ডিরেক্টর পদে তিনটি পদে মনোনয়ন পত্র বিতরণ করা হয়।

চেয়ারম্যান পদে মনোনয়ন গ্রহণ করেছেন মুশফিকুর রহমান রুবেল, মাকসুদুর রহমান বিপ্লব,  একেএম শাহজাহান কবির,  শাহজাহান কবির।ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র গ্রহণ করেছেন  মো:শফিকুল ইসলাম।

সেক্রেটারি পদে মনোনয়ন পত্র গ্রহণ করেছেন, মুহাম্মদ বিদ্যা মিয়া,এসএম কবির মাসুদ, মো:শফিকুল ইসলাম।ট্রেজারার পদে মনোনয়ন পত্র গ্রহণ , এসএম কবির মাসুদ।ডিরেক্টর পদে মনোনয়ন পত্র গ্রহণ করেছেন, মো:আছাদুল্লাহ,সাখাওয়াত হোসাইন ও কামরুজ্জামান।

মনোনয়ন পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের আহ্বায়ক শাহজাহান কবির, সদস্য মাহমুদা আক্তার। নির্বাচন কমিটির সভাপতি মো: ফেরদৌস আলমগীর ভূঁইয়া, সদস্য মুহাম্মদ শহিদুল্লাহ,কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক তালুকদার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top