অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন।
এ ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় গতকাল রাতে একতারা বসন্ত উৎসবের মঞ্চ মাতান জায়েদ খান। নব্বই দশকের বাংলা সিনেমার গানকে থিম করে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। জায়েদ খানের পাশাপাশি বাংলাদেশের আরো বেশ কজন তারকা এই অনুষ্ঠানে অংশ নেন।
জায়েদ খান বলেন, “নব্বই দশকের ঢাকাই সিনেমার গানের সঙ্গে পারফর্ম করেছি। আমার সঙ্গে আমেরিকার বংশোদ্ভূত একঝাঁক মেয়ে ছিল। উন্মুক্ত অনুষ্ঠানে এসে আমার দেশের মানুষের ভালোবাসায় সত্যি অনেক মুগ্ধ হয়েছি।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।