এডি পিনব (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি):
সিলেট বিভাগের মহাসড়কের পথে নিভৃতে চলছে ডাকাত দলের আক্রমণ, চলতি গাড়িকে সামনে বাঁধা দিয়ে থামিয়ে মুহূর্তেই গ্লাস ভেঙ্গে কেড়ে নিচ্ছে সব কিছু, আবার সিলেট ফেঞ্চুগঞ্জ রাস্তার রাতের আঁধারে চলছে ছিনতাই অসহায় যাত্রীরা গাড়ি না পেয়ে গন্তব্যে পৌঁছাতে সি এন জি তে উঠলে তাদের সব হারা করে দিচ্ছে ছিনতাইকারীরা।
গত মঙ্গলবার দিবাগত রাতে সিলেট টু ঢাকা মহাসড়কের মাধবপুরে যাওয়া অবস্থায় একটি লাশ বাহি অ্যাম্বুলেন্স গাড়িকে থামিয়ে আঘাত করে গ্লাস ভেঙ্গে স্বজনদের কাছ থেকে টাকা সহ ০৪ টি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।সে সময় গাড়িতে লাশের পরিজন (পুরুষ,মহিলা) যাত্রী ছিলেন। এরকম পরিস্থিতিতে অসহায় জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি রাখতে মহাসড়কে অনুরোধ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।