চলতি বিপিএলে এবার সন্দেহ উঠেছে আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। আগামী ৬ ফেব্রুয়ারি তাকে দিতে হবে বোলিং অ্যাকশন পরীক্ষা।
লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে ৪১ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন সানি।
ওইদিনই এই স্পিনারের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা আম্পায়াররা। পরে জানানো হয় ম্যাচ রেফরিকে। আর সে কারণে ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে।
এর আগে, আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরবর্তীতে অ্যাকশন বদলে ফিরে আসেন এই বাঁহাতি স্পিনার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।