বই মেলায় শিল্পকলা একাডেমির দাওয়াত কার্ডে ৭১’য়ের অনুপ্রেরণা নিয়ে ২৪’য়ের জন্মের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
পোস্টে উপদেষ্টা ফারুকী বলেন, কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বলছেন ৫২’র চেতনা ২৪’র প্রেরণা বলার মাধ্যমে আমরা ৭১ ভুলে গেছি। তাদের সাহায্য করার জন্য এই বিজয় দিবসে আমরা শিল্পকলা একাডেমির দাওয়াত কার্ডের থিম হিসাবে কি ব্যবহার করেছি সেই ছবি সংযুক্ত করা হলো। সেখানে পরিষ্কার দেখবেন ৭১’য়ের অনুপ্রেরণা নিয়ে ২৪’য়ের জন্মের কথা বলা হয়েছে। ৫২’, ৭১’, এবং ২৪’ সব মিলিয়েই বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় প্রেরণা হয়েই থাকবে। শুধু থাকবেনা চেতনার ব্যবসা।
ডিসেম্বর আর মার্চ আসলে ২৪’য়ের সাথে তার থিমেটিক কানেকশন এক্সপ্লোর করা হবে জানিয়ে বলেন, ৭১’ স্বাধীনতা এনে দিয়েছে আর ২৪’ ফিরিয়ে দিয়েছে সত্যিকারের সার্বভৌমত্ব। যেটা গত ১৬ বছরে হাইজ্যাক হয়ে গিয়েছিলো। না হলে বাংলাদেশ থেকে গুম হওয়া সুখরঞ্জন বালি এবং বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেবকে অন্য দেশে পাওয়া গেলো কেনো?
তিনি আরও বলেন, আর ফেব্রুয়ারি আসলে আমরা ২৪’য়ের সাথে এর থিমেটিক মিল খুঁজবো! কারণ দুইটাই এনে দিয়েছে কথা বলার স্বাধীনতা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।