সকল মেনু

শিল্পীদের ফান্ড রাজনৈতিক কাজে ব্যবহার করতো বিগত সরকার: ফারুকী

সংস্কৃতি মন্ত্রণালয়ের বেশিরভাগ ফান্ড শিল্পীদের উন্নয়নে ব্যবহার না করে রাজনৈতিক কাজে ব্যবহার করেছিলো বিগত সরকার। এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফকির লালন সাঁইজির ২৫০তম আবির্ভাব বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের কালচারের একটি উল্লেখযোগ্য পাঠ বাউল ও সুফি গান। প্রকৃত শিল্পীদের উন্নয়নে কাজ করে যাবে সংস্কৃতি মন্ত্রণালয়। সামনে বাউল ও সুফি শিল্পীদের ডাটাবেজ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, সামনে শিল্পীদের রাজনৈতিক কাজে ব্যবহারের আর কোনো সুযোগ দেয়া হবে না। পরর্তীতে যারা সরকারে আসবে তারাও রাজনৈতিক কাজে ব্যবহার করবে না এমনটাই জানান উপদেষ্টা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top