আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। ৮ দলের অংশগ্রহণে এই মেগা টুর্নামেন্টে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। এছাড় সব অধিনায়কদের যে মিলনমেলা বা ‘ক্যাপ্টেনস ইভেন্ট’ সেটিও হচ্ছে না এবার। এসব না হওয়ার পেছনে দলগুলোর আন্তর্জাতিক সিরিজ শেষ হওয়া, পাকিস্তানে পৌঁছানো, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তান সফর অনিশ্চিতসহ একাধিক কারণ রয়েছে।
পাকিস্তানের একাধিক গণমাধ্যমসহ ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয় এমন তথ্য।
এই মুহূর্তে ভারত সফরে আছে ইংল্যান্ড দল। সেখানে তারা টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজ শেষ হবে ১২ ফেব্রুয়ারি। সিরিজ শেষে দলকে ৭ দিনের বিশ্রাম দিতে চায় ইসিবি। অন্যদিকে, শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার সিরিজ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। পাকিস্তানে যাওয়ার আগে তাদেরকেও ৪ দিনের বিশ্রাম দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া প্রস্তুতি ম্যাচও খেলবে না তারা।
মূলত এসব কারণেই হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান। জিও সুপারে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, পিসিবি ও আইসিসির আগ্রহ থাকার পরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথা সময়ে না থাকায় উদ্ধোধনী অনুষ্ঠান হচ্ছে না।
উদ্বোধনী অনুষ্ঠানের না থাকার পেছনে সাম্প্রতিক উদাহরণও টানা হচ্ছে। ২০১১ সালের বিশ্বকাপের পর আর কোনো বৈশ্বিক টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে সব খেলোয়াড়রা একত্রিত হননি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ক্যাপ্টেনদের কোনো ফটোশুট বা প্রেস কনফারেন্স ছিল না।
যদিও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হবে না, তবে পাকিস্তানের পুনঃনির্মিত স্টেডিয়ামগুলো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ৭ ফেব্রুয়ারি গাদ্দাফি স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, আর ১১ ফেব্রুয়ারি করাচির জাতীয় স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
এছাড়া ১৬ ফেব্রুয়ারি লাহোর ফোর্টে চ্যাম্পিয়ন্স ট্রফির স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে পিসিবি, যেখানে বোর্ড ও আইসিসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, পাকিস্তানের সাথে সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালসহ একাধিক ম্যাচের ভেন্যু বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের পারফম্যান্সের ওপর। টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী ৯ মার্চ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।