সকল মেনু

হামলাকারীকে নিয়ে সাইফের বাড়িতে পুলিশ

সাইফ আলী খানের ওপরে হামলার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাসকে নিয়ে অভিনেতার বাড়িতে গিয়েছিল মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত সাইফ আলী খানের বাড়িতে পৌঁছায় পুলিশের একটি টিম। এসময় সঙ্গে ছিলেন অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।

বাড়ির মূল গেট দিয়েই সাইফের অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন তারা। সেখানে ১ ঘণ্টার মতো অবস্থান করে পুরো টিম। সাইফের ওপর হামলার ঘটনাটি ‘পুনর্নির্মাণ’ করতে শরিফুলকে নিয়ে যাওয়া। সাইফ আলীর ওপরে হামলার পর যেখানে যেখানে শরিফুল দাঁড়িয়েছিলেন, সেখানেও তাকে নিয়ে গিয়েছিল মুম্বাই পুলিশ।

সাইফ আলী খানের বাড়ি থেকে হামলাকারীর একাধিক আঙুলের ছাপ সংগ্রহ করেছে ফরেনসিক টিম। এ অভিনেতার বাড়ির বাথরুমের জানালা দিয়ে অ্যাপার্টমেন্টে প্রবেশ ও বেরিয়ে আসে হামলাকারী। সেখান থেকেও আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে।

গত ১৯ জানুয়ারি, ভোরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শেহজাদকে। গ্রেপ্তারের পরই মুম্বাই পুলিশ দাবি করে, “শেহজাদ বাংলাদেশের নাগরিক।” কিন্তু শেহজাদের আইনজীবীর দাবি, “এ তথ্য সত্য নয়, মামলাটিকে পরিবর্তন করে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ হিসেবে দেখছে পুলিশ।”

গত ১৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। স্টাফ নার্স লিমার চিৎকারে ঘুম ভাঙে সাইফের। এরপর ওই দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয় তার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top