বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেছেন, মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। নতুন ভ্যাট ও শুল্কের কারণে আরও চাপ বাড়বে। অন্তর্বর্তী সরকারকে এই কর প্রত্যাহার করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের দেয়া বাজেট দুর্নীতিরগ্রস্ত। এটি বাতিল করে অন্তর্বর্তী বাজেট ঘোষণারও দাবি জানান তিনি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোরে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, সংস্কার অনেক দলের কাছে নতুন কিছু হতে পারে। তবে বিএনপির জন্য এটি নতুন কিছু নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত সংস্কার হয়েছে তার ৯০ শতাংশ বিএনপি বাস্তবায়ন করেছে। তাই সংস্কারের ব্যাপারে কারও ছবক নেয়া লাগবে না।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আমরা একটি শক্তিশালী অর্থনীতি করেছিলাম। সেটি অব্যাহত থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নতশীল দেশে পরিণত হতো। কিন্তু বিগত সময়ে লুটপাট করে দেশের অর্থনীতি পিছিয়ে দেয়া হয়েছে।
খালেদা জিয়া ভিশন ২০৩০ মাধ্যমে দেশ সংস্কারের প্রস্তাব তুলে ধরেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ছয় বছর আগে সেখানে দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, দুই কক্ষ বিশিষ্ট সংসদ ইত্যাদি দফাগুলো দেয়া হয়েছিল। আর দেড় বছর আগে যুগপৎ আন্দোলনে শরিকদের নিয়ে ৩১ দফা দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।