প্রকাশ : জানুয়ারি ২১, ২০২৫ , ১০:৪১ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
মিরপুর মডেল থানার ওসি গিয়াসউদ্দিন মিয়াকে বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর জোনের ছাত্ররা।
সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর মডেল থানার সামনে এ বিক্ষোভ করেন তারা। তারা বলেন, সকাল ১০টার মধ্যে তার বদলির আদেশ স্থগিত করতে হবে। বদলির কারণ জানতে চেয়ে থানা বন্ধ করে দেয়ারও হুশিয়ারি দেন তারা।
এ ছাড়াও, বদলির আদেশ স্থগিত করা না হলে রাস্তা অবরোধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুরের ছাত্ররা।
শেয়ার করুন-
প্রকাশ : জানুয়ারি ২১, ২০২৫ , ১০:৪১ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।