সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের জন্য ৩৫ ও নারীদের জন্য ৩৭ করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে তারা সেখানে অবস্থান নেন।
তিনি আরও বলেন, ‘৩৫ একটা যৌক্তিক দাবি। করোনার কারণে শিক্ষার্থীরা আড়াই বছর হারিয়েছে। সেশনজটের জন্য যেখানে ৫ বছরে পড়াশোনা শেষ হওয়ার কথা, সেখানে ৮ থেকে ৯ বছর লেগেছে। আমরা সরকারের কাছে চাকরি চাই না, কিন্তু চাকরিতে আবেদনের সুযোগ চাই। এই দাবির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
আরিফুল উল্লেখ করেন, বিশ্বের বেশিরভাগ উন্নত রাষ্ট্রে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বা তার ওপরে। তিনি প্রশ্ন করেন, ‘যখন দেশের অন্যান্য ক্ষেত্রে উন্নত রাষ্ট্রগুলোকে অনুসরণ করা হয়, তখন চাকরির বয়সসীমার ক্ষেত্রে কেন তা মানা হচ্ছে না?’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।