সকল মেনু

গত সাড়ে পাঁচ মাসে মাজারে ৪৪ হামলা, গ্রেফতার ২৩: প্রেস উইং

গত ৪ আগস্ট থেকে পরবর্তী সাড়ে পাঁচ মাসে দেশের চল্লিশটি মাজার, সুফি সমাধিস্থল ও দরগাহে ৪৪টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, হামলার সময় ভাঙচুর, ভক্তদের আক্রমণ, মাজারের সম্পদ লুটপাট ও আগুন দেয়ার অভিযোগ পেয়েছে পুলিশ।প্রত্যেকটি হামলার ঘটনাতেই আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি এসব হামলায় জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭টি হামলার ঘটনা ঘটেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০টি এবং ময়মনসিংহ বিভাগে ৭টি হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগ ও শেরপুর জেলায় একটি মাজারেই চারবার হামলা চালানো হয়েছে। যেকোনো মাজারে হামলার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top