সকল মেনু

কালীগঞ্জে ছাত্রদল সভাপতি মবিন খানের স্মরণ সভা

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি।।

গাজীপুরের কালীগঞ্জে জামালপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি প্রয়াত হাসান মবিন খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জামালপুর বিএনপি কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. হারুন অর রশিদ দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বেলাল, কালীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সালাহউদ্দিন আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ মোড়ল।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, প্রয়াত হাসান মবিন খানের বড় ভাই তোসাদ্দেক খান কিরণ, জামালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির মোড়ল, জামালপুর কলেজের সাবেক ভিপি শরীফুল হক শরীফ, সাবেক জিএস মাসুদ বাগমার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ফকির, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল বেপারী, যুবদল নেতা মো. সামির ফকির ও মো. মিলন ফকির প্রমুখ।

পরিশেষে স্থানীয় আলিরটেক জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন মরহুম হাসান মবিন খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top