সকল মেনু

প্রতিবাদ সভা থেকে ফেরার পথে গু‌লিবিদ্ধ যুবদলকর্মী

রাজবাড়ীর পাংশায় যুবদল নেতা ফরহা‌দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়ো‌জিত বিক্ষোভ সমা‌বেশ শে‌ষে ফেরার প‌থে দুর্বৃত্ত‌দের গু‌লি‌তে মনিরুল ইসলাম  (৪০) নামে এক যুবদলকর্মী আহত হ‌য়েছে। তাকে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৭টার দি‌কে উপজেলার পাট্টা ইউনিয়‌নের গোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘ‌টে।

জানা‌ গেছে, পাংশা উপ‌জেলা যুবদ‌ল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য ফরহাদ হো‌সেন সোহা‌গের ওপর বৃহস্প‌তিবার বিকেলে পাট্টার গোলাবাড়ী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘ‌টে। এর প্রতিবা‌দে শুক্রবার বিকেলে ইউনিয়ন যুবদলের আয়োজ‌নে জা‌গিরকয়া নতুন বাজা‌রে প্রতিবাদ সভা ও বি‌ক্ষোভ সমা‌বে‌শ অনুষ্ঠিত হয়। সমা‌বেশ শে‌ষে সন্ধ্যার পর প্রধান অ‌তি‌থির গা‌ড়িবহর পাংশা শহ‌রে ফেরার প‌থে গোলাবাড়ী এলাকায় পৌঁছলে তা‌দের লক্ষ্য করে গু‌লি ছো‌ড়ে একদল দুর্বৃত্ত। এ সময় ইউনিয়ন যুবদলকর্মী ম‌নিরুল গু‌লিবিদ্ধ হয়। তার বাম হা‌তের কনুইতে গুলি লেগেছে।

পাট্টা ইউনিয়ন বিএন‌পির সা‌বেক সভাপ‌তি জ‌হিরুল আলম মুরাদ বিশ্বাসের অভিযোগ, প্রতিবাদ সভা শেষ করে ফেরার প‌থে গোলাবাড়ী এলাকায় পাংশা উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের গা‌ড়িবহর লক্ষ্য করে সজলসহ ৮-১০ জনের একদল ‘আওয়ামী সন্ত্রাসী’ গু‌লি বর্ষণ করে। এ সময় ইউনিয়ন যুবদলকর্মী ম‌নিরুলের হাতে গু‌লি লাগে। পরে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্স হাসপাতা‌লে ভর্তি করা হয়। এর পেছনে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান জহিরুল।

পাংশা মডেল থানার ও‌সি মোহাম্মদ সালাউদ্দীন জানান, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে এবং খোঁজ খবর নি‌য়ে ঘটনার সা‌থে জড়িতদের চিহ্নিত ক‌রে আইনের আওতায় আনা হ‌বে। আহত মনিরুল পাট্টার আকবর বিশ্বা‌সের ছেলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top