যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই পররাষ্ট্র ও অভ্যন্তরীন দপ্তরের তিন মার্কিন কূটনীতিককে পদত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্র ও অভ্যন্তরীণ দপ্তরের নতুন প্রশাসন গঠনের তত্বাবধানে ছিলেন ডেরেক হোগান, মার্সিয়া বার্নিকাট এবং এলাইনা টেপলিটজক। বহু বছর ধরে কাজ করেছেন ডেমোক্রেট ও রিপাবলিক, দুই দলের সঙ্গে। পালন করেছেন রাষ্ট্রদূতের ভূমিকাও।
ক্ষমতায় আসার পর এ তিন কূটনৈতিককে নিজ নিজ পদ থেকে সরে দাড়াতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এ তিন কূটনৈতিক। অনেকেই বলছেন যুক্তরাষ্ট্রে কূটনৈতিক বিভাগে বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।