গত বুধবার ভোরবেলায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সাইফ আলি খানকে। রক্তাক্ত অবস্থায় একটি অটোরিকশা করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার সাতসকালে চাঞ্চল্য বলিউডে। ভোরবেলায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সাইফ আলি খানকে। পতৌদী পরিবারের ‘ছোটে নবাব’-এর শরীরে মোট ৬টি আঘাত, এলোপাথারি ছুরির কোপ। তার মধ্যে দু’টি গুরুতর।
বান্দ্রার ‘সৎগুরু শরণ’ ভবনের ১২ তলায় সাইফ আলি খান ও কারিনা কাপূর খানের সুখের সংসার। জানা গেছে, বুধবার রাতে দিদি কারিশ্মা কাপূর ও অন্য বন্ধুদের সাথে পার্টি শেষ করে এসে সবাই ঘুমিয়ে পড়ে
রাত আনুমানিক ২:৩০ মিনিট তৈমুর, জেহর ন্যানি ইলিয়ামা ফিলিপ যখন ৩৫-৪০ বছরের ওই ব্যক্তিকে বাথরুম থেকে বাচ্ছাদের প্রবেশ করতে দেখতে পান, তখন তাঁর চিৎকারে অন্য আর এক পরিচারিকাও এসে পড়েন। ‘কী চান’, জিজ্ঞাসা করায়, সন্দেহভাজন ১ কোটি টাকা দাবি করে। এক পর্যায়ে ইলিয়ানা ফিলিপের সাথে হামলাকারীর ধস্তাধস্তি শুরু হয় তখন অন্যজন সাইফকে ডাকতে যান ততক্ষণে সন্দেহভাজন ব্যক্তি ন্যানি ইলিয়ানা ফিলিপের ডানহাতে ছুরি চালিয়ে জখম করে দেয় এমন সময় সাইফ চলে আসলে সাইফ ও দুষ্কৃীতিকারী ব্যক্তির ধস্তাধস্তি শুরু হয়। হামলাকারী তার হাতে থাকা ছুরি দিয়ে সাইফকে উপুর্যুপুরী আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর একজন পরিচারকের সহায়তায় একটি অটোরিকশা করে আহত সাইফকে বাড়ী থেকে ২ কিলোমিটার দূরে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
সাইফের চিকিৎসক নিতিন দাঙ্গে বলেছেন, “শিরদাঁড়ায় গেঁথে ছিল ছুরির খন্ডাংশ। ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেই খন্ডাংশ বের করা হয়েছে। ঘাড় ও হাতের চোটও যথেষ্ট গুরুতর ছিল। প্লাস্টিক সার্জারি করা হয়েছে সেই আঘাতে।” অস্ত্রোপচারের পর সার্বক্ষনিক নজরদারিতে রাখার জন্য সাইফকে আইসিইউতে স্থানান্তর করা হয়। জানা গেছে, কশেরুকার এই আঘাত থেকে বড় ক্ষতি হতে পারত অভিনেতার। পঙ্গুত্ব থেকে মৃত্যু— কিছুই অসম্ভব নয়।
বৃহস্পতিবার দুপুরে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (জ়োন ৯) দীক্ষিত গেদাম জানান, সাইফকে জখম করার পরই ওই দুষ্কৃতীকারী আপৎকালীন দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই দুষ্কৃতীকারীকে ইতিমধ্যে চিহ্নিত করেছে। তার খোঁজে তল্লাশি চলছে।
বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই সন্দেহভাজনের ছবি প্রকাশ করে মুম্বাই পুলিশ। ঘটনার পর কী ভাবে ওই হামলাকারী বাড়ি থেকে পালাচ্ছিল সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে অভিযুক্ত সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসিটিভির দিকে তাকাচ্ছে। পিঠে একটি ব্যাগ।
খবর পেয়ে সেদিন সকালেই লীলাবতী হাসপাতালে দেখা যায় শাহরুখ খানকে। সহ-অভিনেতার খোঁজ খবর নিতে হাসপাতালে আাসেন তিনি। দুপুরে বাবাকে দেখতে ভাই ইব্রাহিমের সঙ্গে হাসপাতালে আসেন সারা আলি খান। একাধিক বার দেখা যায় কারিনা কাপূরকে। বিকেলে হাসপাতালে আসেন অভিনেতার শ্যালক রণবীর কাপূর, ভগ্নিপতি কুণাল খেমু।
কিন্তু এই ঘটনায় বলিউডের তারকারা মুম্বাই ও বান্দ্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ মাস কয়েক আগেই বান্দ্রায় প্রকাশ্যে খুন হয়েছেন রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি। সালমন খানের বাড়ির বাইরে চলেছে গুলি। একাধিক বার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে ভাইজান বা তাঁর পরিবারকে। এ দিন রাবীনা টেন্ডন বলেন, “আসলে তারকাদের আক্রমণ করা এখন খুব সহজ হয়ে গিয়েছে। একসময় সুরক্ষিত এই এলাকার পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। জুলুমবাজি থেকে জমি দখল, হকারদের দৌরাত্ম্য এখন গোটা এলাকা জুড়ে। এ ছাড়া মোটরবাইকে চেপে গলার হার থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। এগুলো বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।