সকল মেনু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রকাশনা উৎসব

আঃ আল মামুন,সাভার প্রতিনিধি।।

আজ ১৬ই জানুয়ারি দিনব্যাপী শুরু হচ্ছে ইসলামি ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রকাশনা উৎসব শুরু হয়েছে । বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে অনুষ্ঠিত সকাল ০৮ টা থেকে শুরু করে বিকাল ০৪ টা পর্যন্ত চলবে এ প্রকাশনা উৎসব। এই প্রকাশনা উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও আসতে শুরু করছে।

প্রাক্তন শিক্ষার্থী নাওশাদ আলম জানান শিবিরের এ আয়োজন তার কাছে ভালো লেগেছে তিনি আরো বলেন এমন আয়োজনের ফলে নতুন শিক্ষার্থীদের মাঝে শিবির সম্পর্কে ভুল ধারণা কমে আসবে। উক্ত প্রকাশনা উৎসবের ফলে ক্যাম্পাসে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা এতে অপরের সাথে জমে থাকা বিভিন্ন আলাপ আলোচনা সেরে নিচ্ছেন। জুনিয়রা সিনিয়রদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন। এখানে আসা এক অভিভাবক জানান নতুন প্রজন্মের মাঝে বই পড়ার আগ্রহ অনেক টা কমে গেছে তাদেরকে বই পড়ার প্রতি আগ্রহ বাড়তে হলে এমন আয়োজনের পরিমাণ বাড়তে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top