সকল মেনু

উদোক্তা হিসেবে সম্মাননা পেলেন মেহেদী হাসান

সময়কণ্ঠ পত্রিকার উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন সতেজ আইটির কো-ফাউন্ডার মেহেদী হাসান । সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে পত্রিকাটির প্রতিনিধি সম্মেলন ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে তাকে সম্মানীত করা হয়।

অনুষ্ঠানে সাইফুল মেহেদী হাসানের  সম্মাননা স্বারক তুলে দেন দৈনিক খবরের কাগজ’র সম্পাদক ও কথা সাহিত্যিক মোস্তফা কামাল এবং সময়কন্ঠের সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন- বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও সম্পাদক ফরিদ আহমদ দুলাল, সংবাদ প্রকাশ’র বার্তা সম্পাদক নিয়ন মতিয়ুল, দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পন প্রমুখ।

উদোক্তাদের মধ্যে আরও সম্মানা পেয়েছেন- ‘মাই ওভারটাইম বিডি’ অ্যাপের ফাউন্ডার ও সিইও সাইফুল বারী, ‘অন্তর মাল্টিমিডিয়া’র ব্যবস্থাপনা পরিচালক অন্তর হাসান, মিষ্টি মাতবর ব্যবস্থাপনা পরিচালক মাতবর গ্রুপ, মোহনা ইতি কন্ঠশিল্পী, নাদিরা মুক্তা ব্যবসায়ী, এম কে মোশাররফ সিনে ফটোগ্রাফার, আরিফুর জামান আরিফ পরিচালক নেগেটিভ ফিল্মস্. লাকি ইসলাম স্বত্বাধিকারী ও মেকআপ আর্টিস্ট, ব্লু রোজ মেকওভার, মনিপুর ক্লাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top