সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গরীব ও অসহায়দের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবুল কালাম আজাদ, সমবায় অফিসার মো. আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ সাওতুল হেরা মাদ্রাসা, তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম বেগম কামরুন্নাহার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সাহেব আলী মাদ্রাসা, তালিমুল ইসলাম এতিমখানা, আল কাউসার দারুল কোরআন মাদ্রাসা, টেক মানিকপুর মাদ্রাসা, মারকাজুল হুদা মাদ্রাসা, বেলনা হাফিজিয়া মাদ্রাসা, ভাটিরা হাফিজিয়া মাদ্রাসা, সুরাইয়া আক্তার হাফিজিয়া মাদ্রাসা, চুপাইর মমতাজ সাহেরা মাদ্রাসা, দক্ষিণ রাজনগর মাদ্রাসা, মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা, বালীগাঁও ঈদগাঁ বাড়ি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছয়শত পঞ্চাশ পিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ অসহায় দুস্থদের মাঝে তিনশত পঞ্চাশ পিস মোট এক হাজার পিস কম্বল বিতরণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।