২৬ ফুট লম্বা স্যান্ডেল তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে যাচ্ছেন ব্রিটিশ-নাইজেরিয়ান ফ্যাশন ডিজাইনার লিজ সানিয়া। ২৬ ফুট ৮.৮ ইঞ্চি লম্বা স্যান্ডেলটি ১০ ফুট ৪.২ ইঞ্চি চওড়া।
লিজ সানিয়া লাগোসের লেক্কির পিক্সেল পার্কে দীর্ঘ সময় ব্যয় করে বিশাল ক্লগ-স্টাইলের স্যান্ডেলটি তৈরি করেন। ফ্যাশন ব্র্যান্ড ‘সানিয়া’র প্রতিষ্ঠাতা সানিয়া ২ জানুয়ারি পশ্চিম আফ্রিকার স্থানীয় সময় রাত ১০টায় এই স্যান্ডেল বানাতে শুরু করেন এবং ৪ জানুয়ারি ভোর ৪টায় তা সম্পন্ন হয়।
সানিয়ার এই স্যান্ডেলটি বিশ্বের বৃহত্তম স্যান্ডেল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিবন্ধিত হয়েছে। আশা করা যাচ্ছে শিগগিরই রেকর্ডবুকে নাম উঠে যাবে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সাধারণত ১২ সপ্তাহের মধ্যে প্রমাণ পর্যালোচনা করে পুরস্কারের সিদ্ধান্ত নেয়। ২০১৬ সালে মেক্সিকোর মিচোয়াকানের সাহুয়াওতে অবস্থিত পৌরসভা দে সাহুয়াও (মেক্সিকো) ৭.৪৫ মিটার (২৪ ফুট ৫.৩১ ইঞ্চি) লম্বা এবং ৩.০৯ মিটার (১০ ফুট ১.৬৫ ইঞ্চি) চওড়া একটি স্যান্ডেল তৈরি করে সেটিই বর্তমানে বিশ্বের বৃহত্তম স্যান্ডেল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।