দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে।
সোমবার (১৩ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এরপর তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেয়ার পর এ বছরের জুলাই-আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব।
এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না। বলেন, তড়িঘড়ি করে ফ্যাসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।