সকল মেনু

জমকালো আয়োজনে সময়কন্ঠ’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

১০ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬ টায়, রাজধানীর একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ‘সময়কন্ঠ’ প্রনিনিধি সম্মেলন ও সম্মানা স্বারক প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক খবরের কাগজ’র সম্পাদক মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও সম্পাদক ফরিদ আহমদ দুলাল, সময়কন্ঠের সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম, সংবাদ প্রকাশ’র বার্তা সম্পাদক নিয়ন মতিয়ুল, যুগান্তর সিটি এডিটর মিজান মালিক, দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সময়কন্ঠের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আন্ড্রিয়াস আনোয়ার, বিজনেস কনসালটেন্ট স্বরুপ সাহা, সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান. ভোরের কাগজ অনলাইন ইনচার্জ মিজানুর রহমান সোহেল, চীফ রিপোর্টান খন্দকার কাওছার। এছাড়াও উপস্থিত ছিলেন. দেশের স্বনামধন্য মিডিয়াব্যক্তিত্ব। শোবিজের তারকাসহ বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয় সম্মাননা। সম্মাননা পেয়েছেন- মির্জা রকিবুল হাসান (মিঠু) ব্যবস্থাপনা পরিচালক রয়েল ব্লু এডভেটাইজিং, ওসমান মৃধা (সিআইপি) ও ব্যবস্থাপনা পরিচালক আরাফাত ডেভেলপার্স অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, ফাহাদ খন্দকার প্রোপাইটর ইস্টার্ন আইটি, আব্দুল করিম সম্পাদক ও প্রকাশক, সময়কন্ঠ।

উদোক্তাদের মধ্যে সম্মানা পেয়েছেন- মিষ্টি মাতবর ব্যবস্থাপনা পরিচালক মাতবর গ্রুপ, মোহনা ইতি কন্ঠশিল্পী, নাদিরা মুক্তা ব্যবসায়ী, অন্তর হাসান ব্যবস্থাপনা পরিচালক অন্তর মাল্টিমিডিয়া. এম কে মোশাররফ সিনে ফটোগ্রাফার, আরিফুর জামান আরিফ পরিচালক নেগেটিভ ফিল্মস্. লাকি ইসলাম স্বত্বাধিকারী ও মেকআপ আর্টিস্ট, ব্লু রোজ মেকওভার, সাইফুল বারী ফাউন্ডার ও সিইও মাই ওভারটাইম বিডি, মনিপুর ক্লাব. মেহেদী হাসান কো-ফাউন্ডার সতেজ আইটি।

থিমসং এর জন্য সম্মাননা পেয়েছেন- সংগীতপরিচালক ও কন্ঠশিল্পী রিয়েল আশিক। সুরকার ও গীতিকার প্লাবন কোরেশী , কন্ঠশিল্পী কিশোর পলাশ, পূর্ণ মিলন, মোহনা ইতি, রিয়া খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top