সকল মেনু

রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ এলএনজি কিনেছে ইউরোপ

চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে রাশিয়াকে কোণঠাসা করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিলে  বাধা দিয়ে আসছে। তবে এতোকিছুর পরও গত বছর, রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তরল গ্যাস (এলএনজি) ক্রয় করেছে ইউরোপ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে বাধা দেয়ার ইইউ-এর এমন প্রচেষ্টা সত্ত্বেও গত এক বছরে ইউরোপের দেশগুলো রেকর্ড পরিমাণ তরল গ্যাস ক্রয় করেছে।

রিস্টার্ড অ্যানার্জি এর গবেষণা অনুযায়ী, ২০২৪ সালে ইউরোপের বিভিন্ন বন্দরে ১৭.৮ টন অতি ঠান্ডা রাশিয়ান গ্যাসভর্তি ট্যাংকার। যা ২০২৩ সালের তুলনায় ২ টনেরও বেশি।

জ্যাঁন-এরিক ফ্যানরিচ নামে রিস্টার্ড অ্যানার্জির গ্যাস গবেষক বলেন, ২০২৪ সালে রাশিয়া থেকে আসা গ্যাস সরবরাহ শুধু উর্ধ্বমূখীই ছিল না বরং তার মাত্রা ছিল রেকর্ড পরিমাণ। ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের আমদানি একেবারে বন্ধ করে দেয় ইউরোপ।

তবে গতবছর রাশিয়াসহ আরো কয়েকটি দেশ থেকে রেকর্ড পরিমাণ এলএনজি গ্যাস ক্রয় করেছে ইউরোপ। গত বছর কাতার’কে টপকে ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ এলএনজি গ্যাস সরবরাহকারী হিসেবে গণ্য হয় রাশিয়া। আপাতত ইউরোপে সবচেয়ে বেশি এলএনজি গ্যাস সরবরাহ করে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top