সকল মেনু

মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্র নিখোঁজ

নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বড়খাপন গ্রামের সাইকুল ইসলামের ছেলে আকাঈদ(৮) ও সাদেক মিয়ার ছেলে জারিফ(১২) গতকাল ৭ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ি থানার সিদ্ধেশ্বরী বাজার মান্দ্রা পোদ্দার পাড়া মারকাজুল উলুম মাদানিয়া মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। জারিফ ও আকাঈদ পরস্পর চাচাতো ভাই। অনেক খোঁজাখুঁজি করে এখনো না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে অভিভাবক ও স্বজনরা।
তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশ এখনো পর্যন্ত কোন সন্ধান দিতে পারেনি। তাদের সন্ধান চেয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন তাদের চাচা মাদ্রাসা শিক্ষক সাজিদ বিন সাইফ। যোগাযোগ ০১৭৩৭৭০৮৩৭৪ অথবা ০১৯২৫২০৫১৩৩।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top