সচিবালয়ে আগুনে পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনটি খুলে দেওয়া হয়েছে। ভবনটির পুড়ে যাওয়া চারটি তলা বাদে বাকি ফ্লোরগুলোতে অফিস শুরু হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) থেকে ভবনের ভেতরের ভাল থাকা ফ্লোরগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন। একই সঙ্গে গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।
গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা ৬ ঘণ্টা সময় লাগে আগুন নেভাতে এবং আরও ৪ ঘণ্টা লাগে আগুনের অস্তিত্ব শেষ করতে। আগুন লাগার পর থেকে ক্ষতিগ্রস্ত ভবনটিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সঙ্গে উপদেষ্টা ও সচিব পর্যায়ের কর্মকর্তা ছাড়া কারো গাড়ী প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমিত সংখ্যক সাংবাদিক প্রবেশের অনুমতি দেওয়া হলেও বন্ধ ছিল অন্যান্য বেসরকারি দর্শনার্থী প্রবেশ। রোববার (৫ জানুয়ারি) গিয়ে দেখা গেছে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন। তবে পাঁচতলার পর গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পাঁচতলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ভবনের চারতলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তিনতলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দুইতলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।