আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।
এরপরই তার সাতটি বিয়ে করার দাবিতে ফেসবুকের বিভিন্ন আইডিতে পোস্ট করা হয়। সেসব পোস্টে তার সাতটি বিয়ের কারণও ব্যাখ্যা করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড আইডিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সোহেল তাজ। পোস্টে তিনি লিখেছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে।’
সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
আওয়ামী লীগের পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অতীত দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেশ সমালোচনামুখর তিনি। বর্তমানে তিনি ইনস্পায়ার ফিটনেস সেন্টার পরিচালনা করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।