পরবর্তী প্রজন্মের হাই-স্পিড ট্রেনের একটি প্রোটোটাইপ প্রকাশ করেছে চীন। যা বিশ্বের দ্রুততম ট্রেন হতে চলেছে বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
চীনের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালের ২৯শে ডিসেম্বর বেইজিংয়ে উন্মোচিত সিআর ৪৫০ প্রতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার (২৮১ মাইল) এবং অপারেশনাল স্পিডে প্রতি ঘণ্টায় ৪০০ কিলোমিটার (২৪৮.৫ মাইল) গতিতে পৌঁছেছে।
বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার পরে, এটি বিশ্বের দ্রুততম হাই-স্পিড ট্রেন হতে পারে, যা চীনের বর্তমান ‘সিআর ৪০০’ মডেলকে ছাড়িয়ে যেতে পারে। ‘সিআর ৪০০’ মডেলটি ২০১৭ সালে আত্মপ্রকাশ করেছিলো এবং প্রতি ঘন্টায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) গতিতে চলে।
নতুন ট্রেনটি যৌথভাবে বানিয়েছে চেংচুন রেলওয়ে ভেহিক্যালস এবং সিফাং কোম্পানি লিমিটেড। তারা রেলগাড়িটি তৈরির পর মন্তব্য করেছে যে এটির গতি, শক্তির কার্যকারিতা, শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং সিস্টেম বেশ ভালো।
‘সিআর ৪৫০-এএফ’ CR450AF বুলেট ট্রেনের ইকোনমি ক্লাসের ভেতরের দৃশ্য। ছবি: সিনহুয়া।
ট্রেনটি ৩ হাজার সিমুলেশন এবং ২ হাজারের বেশি প্ল্যাটফর্ম টেস্টের মধ্য দিয়ে গেছে। তবে যাত্রী পরিবহনের আগে এটির আরও লাইন টেস্ট ও পরীক্ষা করা প্রয়োজন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।