সকল মেনু

বড় হারে বিপিএল শুরু শাকিব খানের ঢাকার

বিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। যেখানে রোমাঞ্চ ছড়িয়ে ১১ বল হাতে রেখে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দিনের দ্বিতীয় খেলায় মাঠে নামে কদিন আগেই গ্লোবাল টি-টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়ে এসেছে রংপুর রাইডার্স ও শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। যেখানে দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে বরিশালের সঙ্গী হয়েছে আরেক শক্তিশালী দল রংপুর রাইডার্স।

ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে আসর শুরু করেছে গ্লোবাল টি-টুয়েন্টি লিগে চ্যাম্পিয়ন রংপুর। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯১ রানের সংগ্রহ গড়ে রংপুর। জবাবে নেমে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস।

আগে ব্যাটে নামা রংপুরের শুরুটা ভালো হয়নি। দলীয় ২০ রানে দুই ওপেনারকে হারায় দলটি। সেখান থেকে টেনে নেন সাইফ হাসান ও ইফতিখার আহেমেদ। ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন। দলীয় ১০৯ রানে সাইফ ফিরে গেলে জুটি ভাঙে। দুটি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৪০ রান করেন সাইফ। দলীয় ১৩২ রানে ফিরে যান ইফতিখার। আটটি চারে ৩৮ বলে ৪৯ রান করেন। পরে নুরুল হাসান সোহানকে নিয়ে ঝড় তোলেন খুশদিল শাহ। সোহান ১১ বলে ২৫ রানে ফিরে যান।

এরপর খুশদিলের ঝড়ো ইনিংসে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। তিনটি করে চার ও ছক্কায় ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন খুশদিল। ঢাকার হয়ে আলাউদ্দিন বাবু নেন সর্বোচ্চ ৩ উইকেট।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় ঢাকা। উদ্বোধনী জুটিতে ৬৫ রান তোলেন তানজিদ তামিম ও লিটন দাস। তানজিদ ২১ বলে ৩০ রানে ফিরে গেলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কার মার। তিনে নামা হাবিবুর রহমান সোহান ভালো শুরুর আভাস দেন। প্রথম বলেই শেখ মেহেদীকে ছক্কা হাঁকান। পরের বলে টপ এজ হয়ে ফিরে যান।

এক ওভার পরেই লিটন ফিরে যান ২৭ বলে ৩১ রান করে। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কার মার। পরেই ধস নামে ঢাকার ইনিংসে। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫১ রানে থামে। ঢাকার হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন শেখ মেহেদী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top