সকল মেনু

ধৈর্য ধরুন,সাত দিন পর সবাই বুঝতে পারবেন : বিসিবি সভাপতি

বিপিএলের এগারতম আসর শুরু হচ্ছে আজ। তবে আসর শুরুর একদিন আগেও দর্শকরা জানতেন না কিভাবে মিলবে টিকিট, পাওয়াই বা যাবে কোথায়। সমালোচনার মুখে অবশেষে গতকাল টিকিটমূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকিট নিয়ে গতকাল থেকেই ক্ষোভ ছিল দর্শকদের, গতকাল সন্ধ্যায়ও হয়েছে হট্টগোল। আজ সকালেও একই পরিস্থিতি তৈরি হয়।

এক পর্যায়ে টিকিটপ্রত্যাশী দর্শকরা মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এরপর এক পর্যায়ে স্টেডিয়ামে গেটে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ দর্শকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ভাঙচুর করার সময়ে কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেছেন দর্শকরা। এমন পরিস্থিতিতে দর্শকদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

বিপিএলের উদ্বোধনী দিনে ভিডিও বার্তায় এমন বলেন বিসিবি প্রধান। টিকিট সংক্রান্ত বিষয়টি সমাধান করতে কয়েকদিন সময় চেয়েছেন তিনি। ‘টিকিটে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা অনলাইনে গিয়েছি প্রথমদিকে। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেকোনো নতুন সিস্টেমেই একটু ত্রুটি থাকবে শুরুতে। একটু ধৈর্য ধরবেন। কোন গুজবে কান দেবেন না কেউ। দু-তিন দিন পর এটা সবাই বুঝতে পারবেন, সবাই ফল ভোগ করবে।’

‘আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, দুই কোটি মানুষের ঢাকা শহরে স্টেডিয়ামে ধারণক্ষমতা ২৪-২৫ হাজার। এখানে সবাইকে একুমেডেট করা সম্ভব না। আপনারা সবাই অনলাইনে যারা টিকিট পাবেন, লাইন ধরে টিকিট পাবেন, সুশৃঙ্খলভাবে করেন। আমরা এরকম বাংলাদেশই চাই।’

‘খেলা মাঠে গড়াক। আমি চাই যে খেলা ঠিকমতো হোক। যেটা আসল জিনিস। তার আগে কিছু করার চেষ্টা করেছি নতুন বাংলাদেশে আমরা, আশা করি এটা আমরা এগিয়ে নিয়ে যাবো এই বিপিএলের মাধ্যমে।’

সোমবার উদ্বোধনী প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। যেখানে রোমাঞ্চকর জয় পেয়েছে বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। শুরুর দিনে দর্শকদের টিকিট নিয়ে হতাশার বিষয়টি অবশ্য মাঠে প্রভাব ফেলেনি। শের-ই-বাংলার গ্যালারির অধিকাংশ পূর্ণ হয়েছে দর্শক সমাগমে। দর্শকদের সমাগমকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। বলেছেন, ‘আমার মনে হয় না, অন্যকোনো আসরে শুরুর দিনে এত দর্শক হয়েছিল।’ধ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top