সকল মেনু

মঙ্গলবার থেকে কাজে ফিরছেন ট্রেইনি চিকিৎসকরা

ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। চিকিৎসকেদের পক্ষ থেকে সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ)এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’র সভাপতি ডা. জাবির হোসেন।

তিনি বলেন, ‘দীর্ঘ চারমাস ধরে ভাতা বৃদ্ধির বিষয়ে সকল জায়গায় যাই এবং অনেকের সঙ্গে কথা বলি। সবার সঙ্গে কথা বলার পরও যখন আমরা
এটা সমাধান করতে পারছিলাম না তখন রাস্তায় নামতে বাধ্য হই। বিগত দিন আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি। এর প্রেক্ষিতে আমাদের ডাকা হয় এবং ভাতা বৃদ্ধির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।’

কাজের ফেরার ঘোষণা দিয়ে ডা. জাবির হোসেন বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি করার প্রজ্ঞাপনটি মেনে নিয়েছি। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আমরা কাজে ফিরব।’

তবে যদি প্রজ্ঞাপনটি বাস্তবায়ন না হয় এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা বিবেচনা করে ইনক্রিমেন্টের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান না করলে আবারও রাস্তায় নামতে বাধ্য হবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) অধিভুক্ত ইনস্টিটিউটের পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা আগামী জানুয়ারি থেকে ৩০ হাজার এবং পরবর্তী জুলাই থেকে ৩৫ হাজার টাকা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top