সকল মেনু

১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বর্ষীয়ান এই নেতা কুমিল্লা-৩ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এর মধ্যে তিনি ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

কায়কোবাদ বিমানবন্দরে পৌঁছালে রাজনৈতিক নেতাকর্মী ও পরিবারের সদস্যরা তাকে বরণ করে নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা সবগুলো মামলায় খালাস পেয়েছেন তিনি।

কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top