সকল মেনু

চুরির অপবাদে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

লক্ষ্মীপুরে চুরির অপবাদে রহমতউল্লাহ নামের এক যুবককে নির্যাতন ও নাকে খত দেয়ানোর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তিনজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন ওই ভুক্তভোগী।

মামলার আসামিরা হলেন, সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজারের ব্যবসায়ী জহির উদ্দিন, নিজাম উদ্দিন ও সুমন ভূইয়া। মামলায় অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়।

জানা গেছে, ঘটনার দিন রহমত উল্লাহকে সন্দেহজনকভাবে আটক করে বাজারের ব্যবসায়ীরা। পরবর্তীতে তাকে চোর অপবাদ দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মতিন ভূইয়ার দোকানের সামনে খুঁটিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হয়। এরপর পিচ ঢালা সড়কে নাকে খত দিতেও বাধ্য করা হয়।

অপরদিকে ব্যবসায়ীদের দাবি, চুরির উদ্দেশে বন্ধ থাকা দোকানে প্রবেশ করে রহমত উল্লাহ। এ সময় দোকানের মালিক ও স্থানীয়রা তাকে আটক করে। পরে ক্ষুব্ধ হয়ে কেউ কেউ তাকে মারধর ও নাকে খত দিয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন,  এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এজহারভুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, চুরির অপবাদে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজির দিঘীরপাড় বাজারে এক যুবককে খুঁটিতে বেঁধে মারধর ও নাকে খত দেয়া হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রহমত উল্লাহকে পেছন দিক থেকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী নিজামসহ কয়েকজনের হাতে লাঠি দেখা যায়। একপর্যায়ে সুমন নামে একজন এসে রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে। খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই তাকে ছেড়ে দেয়া হবে। নাকে খত দেয়া শেষ হতেই পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top