চাঁদপুরে জাহাজে ৭ খুনের প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন, বিচারসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন নৌযান শ্রমিকরা। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম।
এই শ্রমিক নেতা বলেন, সারবোঝাই পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের সাতজনকে খুনের প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছি। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সাথে অন্য কারা জড়িত ছিল প্রশাসনের কাছে তার সঠিক তদন্ত দাবি করছি।
তিনি বলেন, সারাদেশে ১০ হাজার ছোট পন্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জন প্রতি ২০ লাখ টাকা করে ক্ষতি পূরণের দাবি করে বলেন, এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিসহ পন্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।
এদিকে, চাঁদপুরের গ্রেফতার হওয়া আকাশ মন্ডল ওরফে ইরফান নৌ-পুলিশের দাবির প্রেক্ষিতে সাতদিনের রিমান্ডে নেয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে বলে চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন।
অপরদিকে, এই ঘটনার পর চাঁদপুর নৌরুটে সব ধরনের নৌ নিরাপত্তারহীনতায় রয়েছেন বলে স্থানীয়ভাবে চলাচলকারী লঞ্চযাত্রী ও নৌযান শ্রমিকরা দাবি করছেন।
এ বিষয়ে চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এটা ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল। নদীতে কোনো ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় নেই। নৌপুলিশ ও কোস্টাগার্ড সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।