সকল মেনু

বরগুনা প্রেসক্লাব স্বৈরাচারমুক্ত করে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

রাকিবুল ইসলাম রাজন : (বরগুনা প্রতিনিধি); বরগুনা প্রেসক্লাবের অবৈধ নির্বাচন বাতিল ও প্রেসক্লাবকে স্বৈরাচারমুক্ত করে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে বরগুনা জেলায় কর্মরত সাংবাদিকরা। আজ (২৪ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকার সময় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিল। বরগুনা প্রেসক্লাবের ৪৭ বছরের দীর্ঘ ইতিহাসে মাত্র ২৪ জন সদস্য। বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সদস্য পদ না দিয়ে কুক্ষিগত করে দখল করে রেখেছে বরগুনা প্রেসক্লাবকে। যারা সদস্য রয়েছে তারা অধিকাংশ আওয়ামী লীগের পদধারী নেতা। ৫ আগষ্ট দেশের পটপরিবর্তন হলেও বরগুনা প্রেসক্লাব এখনও আওয়ামী লীগের দখলে রয়েছে। এ সব বিষয় প্রতিকার পেতে এবং সকল সাংবাদিকদের জন্য প্রেসক্লাব উন্মুক্ত করতে বরগুনা জেলা প্রশাসন ও সুশিল সমাজের সহযোগিতা চায় সকল সাংবাদিকরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা জেলার ঐতিহ্যবাহী পত্রিকা দ্বীপাঞ্চল এর সম্পাদক ও প্রকাশক মোঃ মোশারেফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রাম এর বরগুনা প্রতিনিধি অধ্যাপক মোঃ আব্দুর রব, শেষকথা এর নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশের খবর এর বরগুনা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, আমার দেশ ও চ্যানেল ওয়ান এর বরগুনা প্রতিনিধি এম. হারুন অর রশিদ রিংকু, মোহনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি গোলাম হায়দার স্বপন, মাছরাঙা টেলিভিশন ও সময়ের আলো’র বরগুনা প্রতিনিধি মুশফিকুল ইসলাম আরিফ, বৈশাখী টেলিভিশন ও কালেরকণ্ঠের বরগুনা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, রূপালী বাংলাদেশ ও সোনালী নিউজ এর বরগুনা প্রতিনিধি তাপস মাহমুদ, বাংলাদেশ টুডে’র বরগুনা প্রতিনিধি মোঃ জহিরুল হক, নয়াদিগন্ত’র বরগুনা প্রতিনিধি গোলাম কিবরিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর বরগুনা প্রতিনিধি আরিফ হোসেন ফসল, প্রতিদিনের বাংলাদেশ’র বরগুনা প্রতিনিধি রাসেল মাহমুদ, ভোরের পাতা’র বরগুনা প্রতিনিধি মোঃ মিরাজ খান, দ্যা আওয়ার টাইম’র বরগুনা প্রতিনিধি মোঃ রাসেল হোসেন, খবর বাংলাদেশ’র বরগুনা প্রতিনিধি : মোঃ ছগির হোসেন, জিটিভি ও জনবাণী’র বরগুনা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ, পর্যবেক্ষন’র বরগুনা প্রতিনিধি মোঃ জুলহাস আহমেদ, ইসহাক জুয়েল, বিজনেস বাংলাদেশ’র ও সময়কন্ঠ বরগুনা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাজন প্রমুখ।

মানববন্ধনের সাংবাদিকরা দাবী তোলেন, বরগুনা প্রেসক্লাবের অবৈধ নির্বাচন বাতিল করে সকল সাংবাদিকদের জন্য প্রেসক্লাব উন্মুক্ত করতে হবে। এ বিষয়ে প্রশাসন ও সুশিল সমাজ কার্যকরী পদক্ষেপ নিবে বলেও আশা প্রকাশ করেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top