আগামী বৃহস্পতিবারের মধ্যে ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। সে পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শাহবাগ সড়ক ছেড়ে যান তারা।
এর আগে, রোববার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাছাড়া, বিক্ষোভকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল আলোচনা করতে সচিবালয়ে যান। মন্ত্রণালয় থেকে ৪৮ ঘণ্টা সময় চাওয়া হলেও চিকিৎসকরা তা প্রত্যাখ্যান করেন।
একপর্যায়ে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম সেখানে উপস্থিত হন। এ সময় তিনিও চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সড়ক ছেড়ে দেয়ার আহ্বান জানান। কিন্তু তাও মানতে রাজি হননি চিকিৎসকরা।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম শাহবাগে যান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে চিকিৎসকদের দাবি মেনে লিখিত ঘোষণা আসতে হবে। তাছাড়া, আগামী মাস থেকে এটি কার্যকর করতে হবে।
এরপর আন্দোলনকারী চিকিৎসকরা আল্টিমেটাম ঘোষণা করে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।