নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় হুমায়ূন কবির (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হুমায়ূন কবির নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে।
এলাকাবাসী জানান, হুমায়ূন কবির রাতে ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘‘দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে ও মাথায় গুলি লেগেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।