গত ২০ ডিসেম্বর বেইলি রোড মহিলা সমিতি অডিটোরিয়ামে এডুকেশন অ্যান্ড সলিডারিটি অরগানাইজেশন ( এসো) এর ষষ্ঠ এজিএম সভাপতি সারিয়া নাফিয়া বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এক বছরে সংগঠনের সকল কার্যক্রম নিয়ে বিবরন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডলি নাসরিন।
সভায় বিভিন্ন উপ কমিটি এবং কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয় এবং সংগঠনে গতিশীল করতে সকল সদস্য কে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকজন ছাত্রী কে স্টুডেট অব দ্যা ইয়ার পুরস্কারে ভূষিত করে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সংগঠনের নিজস্ব পরিবারের সদস্যদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আবৃত্তি গান ও নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাহিমা সুলতানা রেখা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।