সকল মেনু

৩০০ ফিট এলাকা থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের সম্পর্কে যা জানা গেল …

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে উদ্ধার অজ্ঞাত লাশটির পরিচয় মিলেছে। তার নাম সুজানা। তিনি রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে তার পরিবারের লোকজন থানায় এসে শনাক্ত করেন।

নিহত সুজানা রাজধানীর কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় লাশ পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এদিকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মিরপুর থেকে সুজানার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার আরেও জানান, সুজানা সোমবার রাত ৯টার দিকে তার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তার সঙ্গে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী ছিল। ওই ছেলেকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে তার পরিবারের দাবি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top