শিশুর স্কুলের টিফিনে, অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় চিকেন মোমো রাখতে পারেন। চীনা এই খাবার বেশ স্বাস্থ্যকর। অল্প সময়ে তৈরি করা যায়। জেনে নিন উপায়।
উপকরণ:
চিকেন কিমা: ১কাপ
ময়দা: ১কাপ
আদা বাটা: সিকি চা চামচ
রসুন বাটা: সিকি চা চামচ
গোল মরিচ গুঁড়া: সিকি চা চামচ
সয়া সস: ১ চা চামচ
পেঁয়াজ বাটা: আধা চা চামচ
পানি: সিকি কাপ
তেল: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
তৃতীয় ধাপ: ময়দা লুচির মতো ছোট ছোট লেচি করে বেলে নিন। এর মধ্যে কিমার পুর দিয়ে পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে তাতে মোমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট ভাপে রাখুন।
ভাপ হয়ে গেলে মোমোগুলো প্লেটে সাজিয়ে গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।