সকল মেনু

আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন: তাসকিন

তাসকিন বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ, ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগে।’

সিরিজ ড্র করাকে বড় অর্জন বলছেন তাসকিন, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দুটো ম্যাচেই আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তাসকিন আহমেদ। ২ টেস্ট মিলিয়ে নিয়েছেন ১১ উইকেট। এমন সাফল্যে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। গতকাল শেষ টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। পরে সিরিজ সেরার পুরস্কার হাতে অনুভূতি ব্যক্ত করেছেন টাইগার এই পেসার।

পরে সিরিজ সেরার ট্রফিটা উঁচিয়ে তাসকিন আরও বললেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশাআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top