সকল মেনু

গণহত্যা মামলায় আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন এই দুই নেতার বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনালকে জানাবে রাষ্ট্রপক্ষ। এরপর তাদের গণহত্যার যেকোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার পরবর্তী কার্যক্রমে আগাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। এ দুই আসামি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সাবেক শিল্পমন্ত্রী  আমির হোসেন আমুকে।  এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে আমির হোসেন আমু লুকিয়ে আছেন সন্দেহে রাজধানীর বসুন্ধরায় একটি ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। প্রায় ৪ ঘণ্টা ভবনটি ঘেরাও করে রাখার পর তাকে না পেয়ে সেখানে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।

এই প্রবীণ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে আমুর সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পরবে না।

গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top