হলিউডের নন্দিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। পর্দায় তার উপস্থিতি কয়েক দশক ধরে দর্শককে মাতিয়ে রেখেছে। বৈচিত্রময় সব চরিত্রে কাজ করে তিনি হয়ে উঠেছেন বিশ্ব চলচ্চিত্রের অনন্য এক তারকা। প্রায় ৫০ এর কোটায় তার বয়স। তবু গ্ল্যামার কিংবা অভিনয়ের মুন্সিয়ানায় পাল্লা দিতে পারেন নতুন প্রজন্মের অভিনেত্রীদের সঙ্গেও।
তাই বয়স কত হলো সে নিয়ে কোনো চিন্তা করেন না কখনো। ক্যারিয়ারেও বয়স হয়ে যাওয়ার কোনো প্রভাব পড়ে না বলে জানান তিনি। বরং মনে করেন, বয়স বাড়ার সাথে সাথে তার কাজ আরও উন্নত হয়েছে।
জোলি অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের প্রতি তার শ্রদ্ধার কথা জানান। মারিয়া বয়স বৃদ্ধির ভয় জয় করে অভিনয়ে তার প্রতিশ্রুতি বজায় রেখেছিলেন।
জোলি বলেন, ‘মারিয়া দুর্বল, কারণ তিনি অনুভূতিপ্রবণ মানুষ। যাদের অনুভূতি অনেক সক্রিয় তারা সুন্দর হৃদয়ের অধিকারী হয়। আবেগের প্রতি দুর্বল হয়। তাই মারিয়াও নিজেকে একাকীত্বের আবেগ থেকে রক্ষা করতে পারেন না। তার চরিত্রটি আমি খুবই উপভোগ করেছি।
পাবলো লারাইন পরিচালিত ‘মারিয়া’ হচ্ছে তিনটি চলচ্চিত্রের একটি। যেখানে এর আগে তিনি প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ‘স্পেন্সার’ এবং জ্যাকলিন কেনেডিকে নিয়ে ‘জ্যাকি’ পরিচালনা করেছেন। ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘মারিয়া’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। সেখানে ছবিটি ১০ মিনিটের জন্য স্ট্যান্ডিং অভেশন পেয়েছিল। জোলির অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।