অনিক শেখ : মুন্সীগঞ্জ, ( টঙ্গীবাড়ী প্রতিনিধি) : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার ১লা ডিসেম্বর সকাল ১১টা সময় উপজেলার বেতকাতে নিসচা টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালীসহ নানা কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারজানা ববি (মিতু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা জেলা শাখা’র আহবায়ক ও টঙ্গীবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা এম জামাল হোসেন মন্ডল। নিসচা উপজেলা শাখা’র সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নিসচা উপজেলা শাখার সহ সভাপতি জয়নাল আবেদীন কন্ট্রাক্টর, টংগিবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, টংগিবাড়ী শাখা নিসচা’র সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন,প্রচার সম্পাদক জসিম শেখ,প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন,কার্যকরী সদস্য কাজী তামিম, আব্দুল মজিদ,আক্কাস বেপারী, কুদ্দুস শেখ,ফারুক শেখ,বিপু মাদবরল প্রমুখ।
উল্লেখ্য যে, ১৯৯৩ সালের ২২ অক্টোবর মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মর্মান্তিকভাবে নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। স্ত্রী বিয়োগের শোককে শক্তিতে রূপান্তর করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিসচার কার্যক্রম বর্তমানে সর্বস্তরে প্রশংসিত হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।